লক্ষ্মীপুরের জেলার রামগতি উপজেলা মেঘনার পাড়
আলেকজান্ডার মেঘনার পাড় যে ভাবে যাবেন : নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুর হয়ে আলেকজান্ডার নেমে মেঘনার পাড় ও সংলগ্ন এলাকা যদি নোয়াখালী দিয়ে আসেন তাহলে নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে সোনাপুর থেকে আলেকজান্ডার আসা যায়।
রিকসা, বাস, অটোরিকসা, সি এন জি যোগ যাতয়াত ব্যবস্থা।
আলেকজান্ডার মেঘনার পাড় নদীর পাড়ের ব্লক গুলোতে বসে আপন মনে ভাবতে পারেন প্রিয় জনের কথা, দেখতে পারেন সূর্যাস্তের মত অপরুপ দৃশ্য, পাশে গভীর ঝাউ বন। নদীতে ভ্রমন করার মত স্পিড বোর্ড ব্যবস্থা আছে। নদীর পাড়ের ব্লক গুলোতে বসে আপন মনে ভাবতে পারেন প্রিয় জনের কথা, দেখতে পারেন সূর্যাস্তের মত অপরুপ দৃশ্য।
আলেকজান্ডার মেঘনার পাড়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস